হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও উলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, শামীম ওসমান সাহেব কত মানুষের জন্য মাফ চাইলেন, মৃত্যুর পর উনি কারো কাছে মাফ চাইতে পারবে না, তাই এখনি চেয়ে নিচ্ছে। আপনার বইনডার লাইগা (মেয়র আইভীর জন্য) মাফ চাইয়েন। গত সিটি নির্বাচনে ভোট দিছেন আবার দেখাইছেন যে মেয়র আইভীকে ভোট দিছেন। শামীম ওসমান সাহেব আপনাকে আবার বলছি, বহু মাফ চাইছেন, এই মেয়র আইভীর জন্য আপনাকেও ক্ষমা চাইতে হইবো। আমরা জানতে চাই মেয়র কোন সাহসে মসজিদ ভাঙ্গবে কোন সাহসে মাদরাসা ভাঙ্গবে, কোন সাহসে মুসলমানদের কলিজায় আঘাত করবে। শামীম ওসমান সাহেব আপনার বইনডা লাইগা একটু মাফ চাইয়েন এটা আমাদের দাবি।
শুক্রবার (১২ ফেব্রæয়ারি) বাদ জুম্মা চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনের সড়কে নারায়ণগঞ্জ ওলামা পরিষদের উদ্যোগে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।
মাওলানা ফেরদাউসুর রহমান আরও বলেন, আপনার (মেয়র আইভী) যদি ধর্ম ভালো না লাগে তাহলে আপনি চলে যান এই ধর্ম থেকে। কিন্তু ধর্ম নিয়ে খেলতে দিবো না, ধর্ম নিয়া আমরা খেলি না, মন্দিরে যাইয়া ধর্ম নিয়ে ব্যবসা আপনে করেন, মুসলমানদের সাথে ধর্ম ব্যবসা আপনে করেন। খোদার কসম আগামী সিটি নির্বাচনে জনগন আপনাকে উচিৎ জবাব দিয়ে দিবে। প্রেস ক্লাবের সাবেক সভাপতি বলেছেন ডিআইটি মসজিদ কি আব্দুল আওয়াল সাহেবের বাপের নাকি, যেখানে ৩৫ বছর আওয়াল সাহেব এই মসজিদ বানাইছে,কিন্তু এটা কারো বাবার না এটা আল্লাহর ঘর। আপনাকে ভোট দিয়ে সিটি কর্পোরেশনের প্রতিনিধি বানাইছি মালিক বানাই নাই, যে কথায় কথায় বলবেন আমার জায়গা। আবারও আপনাকে চ্যালেঞ্জ করলাম বাপের বেটি যদি হয়ে থাকেন, তাহলে আমার চ্যালেঞ্জ দহন করুন, কাউকে লাগবে না আপনাকে আমাদের উলামা পরিষদ যথেষ্ঠ আমরা আপনার সাথে খেলবো। কবরস্থানে মাদরাসা ও বাগে জান্নাত মসজিদ,মাদরাসা রক্ষা আন্দোলন তো মাত্র শুরু হয়েছে, প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশন ঘেড়াও করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহ, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মাওলানা আব্বাসী, মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি মুফতি কবির হোসাইন, সহ-সভাপতি কামাল উদ্দিন দায়েমীসহ আরও অনেকে।