ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ৩নং ইউনিয়নের ১,২, ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদ প্রার্থী। মো: আসাদ সরদারের সহধর্মিনী জেসমিন আক্তার।
জনসেবা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে গিয়ে তাদের দুর্দশা কথা জেনে এগিয়ে আসার নাম আসাদ সরদার তবে তিনি আমুয়া ইউনিয়েন ১,২, ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদ প্রার্থী তার সহধর্মিণী জেসমিন আক্তার। জেসমিন আক্তার বিডি নিউজ ওয়ার্ল্ড কে বলেন, সৎ যোগ্য নির্ভীক ও জনগনের পাশে থেকে কাজ করে যাবো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে জরিয়ে নেয়ার সত্যতা হলো জনগেনর দুর্দশা কারন বিগত অনেক বছর যাবত দেখে এসেছি অনেক সময় তো কখনো কখনো জন প্রতিনিধিদের কাছে গিয়ে জনগন প্রতারিত হচ্ছে তবে আমি আপনাদের বোন আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।