আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ। রবিবার সকালে শহরের ফুলবাড়িয়া কনভেনশন হল সংলগ্ন বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম নেন।
এ সময় তিনি বলেন, আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আমি সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছি। আমি আশা করি দলের প্রতি আমার ত্যাগ বিবেচনায় দল আমার অংশগ্রহনকে সুবিবেচনায় নিবেন। তবে আমি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। দলের সর্বোচ্চ ফোরাম যে সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব। এবং দল যাকে মনোনীত করবে আমি তার পক্ষেই নিবেদিত হয়ে কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজম, পৌর বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিন রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিয়ামুল হুদা, আসাদুজ্জামান শাহীন, মোঃ সালাউদ্দিন প্রমূখসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রƒয়ারি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।