গতকাল শুক্রবার ফরিদপুরের অন্তর্গত সদরপুর উপজেলার নিভৃত পল্লী বঙ্গবাজার প্রাইমারি স্কুলমাঠে বঙ্গবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষথেকে গোলবার উদ্বোধন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এসময় এলাকার সাধারণ জনগণ মহামারি করোনার কারণে গোলবার উদ্বোধনের বিরোধিতা করে, কিন্তু স্থানীয় মাতব্বর এবং স্কুলকমিটির সহযোগিতায় সাধারণ জনগণের বাধা উপেক্ষা করে বঙ্গবাজার স্পোর্টিং ক্লাব এবং
বঙ্গবাজার যুবসঙ্ঘ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্ট চলাকালে একপর্যায়ে নিজেদের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয় এমনকি হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরিশেষে ক্লাব-কমিটি ও স্থানীয় জনগণের হস্তক্ষেপে হতাহতের ঘটনা ঘটেনি। এই মহামারি করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারন করা সত্ত্বেও বাড়ছেনা জনসচেতনতা, বাড়ছেনা স্থানীয় প্রসাসনের নজরদারি।