দেশের তরুণদের সতর্ক করে দিয়ে বলেছেন, কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরসা ট্যাম -১৯ নিয়ে তাদের আরও সাবধান হতে হবে।ডেপুটি ডা. হাওয়ার্ড নিজেও একই সতর্কবাণী দিয়ে বলেছেন, ২০ থেকে ৩৯ বছর বয়সের মানুষের মধ্যে ক্রমবর্ধমান সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে।
গ্রীষ্মের শুরুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পর আবারও কানাডাজুড়ে কোভিড রোগী বাড়ছে বলে ট্যাম আবার জানান।তাদের পিতামাতা এবং পরিবারের প্রবীণ সদস্যরা যাতে সংক্রমিত না হন; সে দিকে তরুণদের আরও বেশি সতর্ক হতে বললেন এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
দেশটির তরুণদের মধ্যে দ্রুত সংক্রমিত হচ্ছে এ প্রাণঘাতী ভাইরাস। সর্বশেষ ইনফরমেশন অনুযায়ী কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২০৬ জন। এখনব্দি মারা গেছে ৮ হাজার ৮৮১ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৮৭৩ জন।
গ্রীষ্মের শুরুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পর আবারও কানাডাজুড়ে কোভিড রোগী বাড়ছে বলে ট্যাম আবার জানান । মে মাসের প্রথম দিকে প্রতিদিন গড়ে ১৮০০ জন সংক্রমিত হয়েছে, পরে জুলাইয়ের প্রথম দিকে তা কমে ২৭৩ জনে নেমেছে আসে। তবে গত সাত দিনে সংক্রমনের দৈনিক গড় বেড়ে দাঁড়িয়েছে ৪৮৭ জনে বলেন তিনি।