দেশের বিভিন্ন সরকারি স্কুলগুলোর মতো ব্রাহ্মণবাড়িয়ার স্কুলগুলোতে প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলতি বছর প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে মনোনিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তবে মেয়ে হয়েও ছেলেদের এই স্কুলে ভর্তির জন্য মনোনিত হয়েছে বর্ষা আক্তার নামের এক শিক্ষার্থী।
প্রথম শ্রেণির মর্নিং শিফটে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে সে। ওই তালিকার ২৩ নম্বরে স্থান পেয়েছে বর্ষা আক্তারের নাম। এ বিষয়ে জানতে চাইলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ‘বর্ষা আক্তারের নামটি আমাদেরও চোখে পড়েছে। যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে টেলিটকের মাধ্যমে এতে বিদ্যালয়ের কোন হাত নেই। অভিভাকরা ভুল কোড নাম্বারে আবেদন করায় এমটি হতে পারে।