কমিটিটি ফেনী জেলার ছাত্র-ছাত্রীদের সার্বিক কল্যাণে কাজ করবে বলে পুরো তিতুমীর পরিবার আশাবাদী।
ফেনীয়ানদের পদচারণায় মুখরিত করোনাকালীন ফাঁকা ক্যাম্পাস।
কমিটির সভাপতি আরিফ খান জয় বলেন,” তিতুমীরের বুকে ফেনীয়ানদের জন্য এই প্রথম ছাত্রকল্যান পরিষদ গঠিত হলো।শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ ”
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফাহাদ বলেন, “দীর্ঘ বন্ধুর পথপরিক্রমা শেষ করে এই কমিটি গঠিত হলো।শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাবো ইনশাআল্লাহ।
যতদিন তিতুমীর থাকবে ততদিন এই কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”