দুর্গাপূজা উপলক্ষে দুটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। এর মধ্যে ‘তুলসী’ শিরোনামে একটি গান লিখেছেন মো. শাহনেওয়াজ এবং ‘তুষের আগুন’ নামে অন্য গানটি লিখেছেন আহমেদ খসরু। দুটি গানেরই সুর করেছেন শাহনেওয়াজ। গান দুটি প্রকাশ হবে অল্প সময়ের মধ্যেই। এ প্রসঙ্গে সালমা বলেন, গান যেহেতু পেশা হিসেবে নিয়েছি, তাই এটি থেকে দূরে থাকা সম্ভব নয়। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।