ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নব নির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকার ও নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলরেরা সহ স্থানীয় পৌরসভার গন্যমান্য ব্যক্তিগন গতকাল ২২/২/২০২১ ইং সোমবার বিকাল তিনটায় ঢাকার ৩২ ধানমন্ডিস্থ সংসদীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ( এম পি) বাসস্থানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সে সময়ে উপস্থিত ছিলেন নেত্রীর কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী,বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক নেতা কাজী শাহাজামান বাবুল ও নেত্রীর এপি এস শফিউদ্দিন, চৌধুরীকে ফুলের শুভেচ্ছায় শিক্ত করেন। সোমবার সকালে নগরকান্দার থেকে বিশাল একটি গাড়ি বহর সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়রের গাড়ি বহরের সাথে ছিলেন নগরকান্দা উপজেলা, পৌর, ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানেরা সহ আওয়ামী
লীগ,যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মিরা। নেত্রী দীর্ঘদিন অসুস্থতায় থাকায় নিজ নির্বাচনী এলাকায় ছিলেন না।