নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের বিরুদ্ধে একজন এতিম নারীর ১৩শতাংশ জমি দখল করেছেন বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার বিকেলে সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের সামনে উপজেলা ও পৌর জাতীয়পার্টির আয়োজনে এমপি লিয়াকত হোসেন খোকাকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে এসে এক নারী বক্তব্য দিতে গিয়ে এমন অভিযোগ তুলেন।
সমাবেশ চলাকালীন সময়ে কুলসুম নামের ওই নারী মঞ্চে ওঠে বক্তব্য রাখতে চান। ওই সময়
জাতীয়পার্টির নেতারা তাকে বক্তব্য দেয়ার সুযোগ দিলে তিনি এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর প্রতি বলেন, আমি সোনারগাঁয়ের মেয়ে, সোনারগাঁওবাসী আমার বাড়ি জাদুঘর ১নং গেটের সামনে।আপনাদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আহ্বান আমিও আপনার মত এতিম।
আওয়ামীলীগের নেতা মাহফুজুর রহমান কালাম আমার ১৩শতাংশ জায়গা দখল করে নিয়েছে, প্রধানমন্ত্রী আমার জায়গা আমি ফেরত চাই, আমার জীবনের নিরাপত্তা চাইআপনার কাছে আমার আবেদন আমার জায়গা আমি ফেরত চাই, আপনার কাছে আমি বিচার চাই। আমার জায়গা দখল করে কালাম তার স্ত্রীর নামে চামিলি ভিলা তৈরি করেছে। তার সহযোগী একজন সাংবাদিক (…) আমাকে হুমকি ধমকি দেয়। আরেক সহযোগী জাহাঙ্গীর আমাকে হুমকি ধমকি দেয়।