নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে শীত আনন্দ মেলা ২০২১ নামে একটি অনুমোদনহীন মেলা বন্ধ করে দিয়েছেন সদর উপজেলা প্রশাসন।
সোমবার ১২ জানুয়ারী দুপুর ১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের নেতৃত্বে একটি অনুমোদনহীন ওই মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিউজ নারায়ণগঞ্জকে জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরী পাড়া এলাকায় ‘শীত আনন্দ মেলা ২০২১’ নামে সম্প্রতি একটি মেলার আয়োজন করে। কর্তৃপক্ষ কোন প্রকার অনুমোদন না নিয়ে মেলার আয়োজন করায় অনুমোদনহীন ওই মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।