নারায়ণগঞ্জ শহরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। যেখানে নারী পুরুষ ও প্রতিবন্ধীদের নামাজ আদায় করার সুবিধা সহ ইসলামিক পাঠাগার, মৃতব্যক্তির গোসল সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছেন কর্তপক্ষ।
১২ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শহরের জিমখানা এলাকায় ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন ওই মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ, গণপূর্ত অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. জাকরি হোসেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক মুহাম্মদ জাকির হোসেন প্রমুখ।