পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষক সমীরন মজুমদার (৩০) হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পিরোজপুর জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ আদেশ দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে দিপংকর রায় (৩০), একই গ্রামের মৃত দ্বিন মোহাম্মাদ শেখের ছেলে নুর ইসলাম ওরফে নুরু শেখ (৩০) এবং বজলুর রহমান শেখের ছেলে খোকন শেখ (২৪) রায়ে আদালত একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করা হয়। এছাড়া নিহত সমীরনের মজুমদারের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার অভিযোগে ওই ৩ জনের প্রত্যেককে ১০ বছর করে কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করা হয়। মামলার অন্য ৫ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রায় প্রদানকালে মামলার প্রধান আসামী ও মৃতদন্ডপ্রাপ্ত দিপংকর রায় ছাড়া সকলেই উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ২৩ মার্চ রাত ২টার দিকে উপজেলার পশ্চিম বানিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীরন মজুমদারের নিজ বাড়ির ঘরের সিঁদ কেটে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় নিহত সমীরনের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে এগিলে এলে তাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়।