ফরিদপুরের সালথায় হত্যা মামলার পালাতক আসামী আটক। গতকাল শুক্রবার দিবাগত রাতে সালথা থানা ওসি তদন্ত সুব্রত গোলদারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক কৃত ইমরান ফকির (২৮) উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে।
সালথা থানা পুলিশ সুত্রে জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৭ সালে বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মৃত আদিল ফকিরের স্ত্রী জোবেদা বেগম (৯৫) কে হত্যা করে তারি নাতীরা। এরপর ওই হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করে আসল রহস্য বের করে পুলিশ। ঘটনার সাথে প্রকৃত জড়িত নাতিদের বিরুদ্ধে মামলার চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা।
সালথা থানা ওসি তদন্ত সুব্রত গোলদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া নিজ বাড়ি থেকে ইমরান ফকিরকে আটক করা হয়। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। হত্যা মামলা ছাড়াও তার বিপক্ষে আরো ২টি জিআর পরোয়ানা ভুক্ত মামলা রয়েছে।