২৪ নভেম্বর মঙ্গলবার ‘২০২০ নারায়নগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মমিন উল্ল্যাহ ডেভিডের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত,পুষ্পস্তবক অর্পণ, মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়নগঞ্জ মহানগর যুবদল,মহানগর স্বেচ্চাসেবক দল,বন্ধুমহল,এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে গৃহীত কর্মসূচি পালন করে।
মহানগর স্বেচ্চাসেবক দল ও অগ্রণী সংসদ,ডেভিডের বন্ধুমহল ২৪ নভেম্বর সকাল ১১ টায় মাসদাইরস্থ নাসিক কেন্দ্রিয় কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়ার আয়োজন করে।এ সময়ে উপস্থিত ছিলেন,কেন্দ্রিয় স্বেচ্চাসেবক দলেহ সভাপতি মোস্তাকুর রহমান,জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও অগ্রণী সংসদের সাধারন সম্পাদক ফারুক রিপন,কেন্দ্রিয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান,মেরিন কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম,মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন মাস্টার,মহানগর স্বেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা,জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা, অগ্রণী সংসদের আতাউর রহমান কাজল,আবুল হোসেন,মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক মাহাবুব হাসান জুলহাস,ফতুল্লা থানা যুবদল নেতা সেকত হাসান ইকবাল,মহানগর স্বেচ্চাসেবক দল নেতা আলী নেওয়াজ দীপ্ত,শাকিল,যুবদল নেতা রমজান,মনির হোসেন,দুলাল,নুরুজ্জামানসহ প্রমুখ।
ডেভিডের বন্ধমহলের পক্ষে মোস্তাকুর রহমান,আমির হোসেন,আনোয়ার মাহমুদ বকুল,জয়নাল আবেদিন,মহিউদ্দিন মোল্লা,শরীফ,রোকনসহ প্রমুখ উপস্থিত থেকে মরহুমে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাদ আছর ডেভিডের পরিবারের পক্ষ থেকে মিশনপাড়া মোড়স্থ জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।মিলাদ নারায়নগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি ফকরুল ইসলাম মজনু,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস্ সবুর সেন্টু,সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু,মিশনপাড়া পঞ্চায়েতের ইকবাল আহমেদ শ্যামল,মোসাদ্দেক আহমেদ ডেগা,হাজী জুয়েল আহমেদ,বরকত উল্লাহ,রফিকুল ইসলাম সানু,আমির,মুকুলসহ প্রমুখ উপস্থিত ছিল।
অন্যদিকে নারায়নগঞ্জ মহানগর যুবদল বাদ আছর মাসদাইরস্থ নাসিক কেন্দ্রিয় মসজিদে দোয়া ও মিলাদ শেষে প্রয়াত যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের করব জিয়ারত এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ , যুবদল নেতা জয়নাল আবেদিন,বকুল,মোল্লা,জেলা যুবদল নেতা নাদিম হাসান মিঠু,,সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল প্রধান,মহানগর যুবদল নেতা রানা মুজিব,মহানগর স্বেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা,যুবদল নেতা,বিপ্লব খান নাহিদ,রিটন দে,মুক্তার,পারভেজ আলম,আক্তারুজ্জামান,মাসুদ,জুলহাস,বাদশা,সেলিম,আকতার,মুসা,সহিদ,ইমন,মনু,ইসলাম,আমির,ইব্রাহিম, ইকবাল,রহিমসহ প্রমুখ যুবদল নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৪ নভেম্বর রাতে ঢাকার মালিবাগ এলাকায় মমিন উল্ল্যাহ ডেভিড গুলিবিদ্ধ হয়ে
করেন।র্্যাবের দাবি করেছিল ডেভিডের সাথে তাদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।এক পর্যায়ে ক্রস ফায়ারে ডেভিড গুলিবিদ্ধ হয়ে মারা যায়।