নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা বিএনপি‘র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপি‘র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাস ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শাখা বিএনপি‘র আয়োজনে এ অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি‘র আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান। নবগঠিত পৌরসভা বিএনপি‘র আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন রিপনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি‘র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী ২৮ ফেব্রƒয়ারি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছে অনেক নেতৃবৃন্দ। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করবে না। দলের সর্বোচ্চ ফোরাম যে সিদ্ধান্ত নেবে সকলকে তাই মেনে নিতে হবে।
এবং দল যাকে মনোনীত করবে সবাই তার পক্ষেই নিবেদিত হয়ে কাজ করবে। আওয়ামীলীগ সরকার তাদের অনিয়ম, দুর্নীতির কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের দুর্নীতি আজ প্রকাশ্যে খেলা করছে। বক্তারা আরো বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতার পালা বদল হয়ে জনগনের ক্ষমতা আবারো জনগনের কাছেই ফিরে আসবে। কথায় কথায় মামলা দিয়ে জনগনের দাবানলকে দাবিয়ে রাখা যাবে না। ধৈর্যের বাঁধ ভাঙ্গলে দেশের জনগন তীব্র আন্দোলনের মাধ্যমে তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবে।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জি: মুসলিম উদ্দিন, এডঃ আনিসুর রহমান মঞ্জু, আবু শামীম মোঃ আরিফ, এ.বি.এম মমিনুল হক, আলী আজম, মাইনুল হোসেন চপল, আক্তার হোসেন, আসাদুজ্জামান শাহীন, নিয়ামুল হুদা, মোঃ সালাউদ্দিন, শামিমা আক্তার স্মৃতি সহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবগঠিত পৌরসভা নেতৃবৃন্দের ফুল দিয়ে বরন করা হয়।