ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে আবু সায়েদ (৮০) ও একই উপজেলার মুজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের মধ্যপাড়া এলাকার মনু মিয়ার ছেলে হাকিম মিয়া(২৪)। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসা-লালপুর সড়কে ও সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের কালিকচ্ছ ইউনিয়নের সুর্যকান্দি এলাকায় পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে চালক হাকিম মিয়া(২৪) গুরুত্বর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে, রাত ৮টার দিকে সদর উপজেলা লালপুর-বিরাসার সড়কের ভাটপাড়া এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় মাইক্রোবাসে সাথে ধাক্কা লেগে আবু সায়েদ(৮০) গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীণ অবস্থায় রাত ১০টায় মৃত্যু বরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন জানান, নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে মাইক্রোবাসের চালককে আটকে করা সম্ভব হয়নি।