করোনাভাইরাসের জন্য সারা দেশে দুই মাসেরও বেশি সময় ধরে ছুটি থাকার পর অবশেষে দেশের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আগামী ৩১ মে থেকে দেশের ব্যাংকগুলো আবার আগের মতোই চালু করে দেওয়া হচ্ছে । সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে ব্যাংকিং-ব্যবস্থার সকল রকম কার্যক্রম।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে । ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে সকল তফসিল।
তবে করোনায় মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়েছে- ঝুঁকিপূর্ণ ব্যক্তি, কর্মকর্তা, সন্তানসম্ভবা গ্রাহক ও কর্মকর্তা ব্যাংকে যেতে পারবেন না এবং ব্যাংক কর্তৃপক্ষকে তা কড়াকড়ি নজরে রাখতে বলা হয়েছে ।